ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যানের ব্যাটারি বাক্সে মিলল ১৪ সোনার বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
ভ্যানের ব্যাটারি বাক্সে মিলল ১৪ সোনার বার

সাতক্ষীরা: ভ্যানের ব্যাটারি বাক্সে লুকিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১৪টি সোনার বারসহ মো. জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. জাহাঙ্গীর হোসেন সীমান্তবর্তী কেড়াগাছী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এস কে এম কফিল উদ্দিনের নেতৃত্বে তলুইগাছা বিওপির একটি দল সীমান্তের কেড়াগাছী এলাকায় অবস্থায় নেয়। এ সময় অভিযানিক দলটি একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে যাওয়ার সময় মো. জাহাঙ্গীর হোসেনকে আটক করে। পরবর্তীতে আটক ভ্যানের ব্যাটারি বক্স তল্লাশি করে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলি। এ পরিমাণ সোনার বর্তমান বাজারমূল্য এক কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।

তিনি আরও জানান, আটক সোনা চোরাকারবারিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।