ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুর রেলস্টেশনের পাশে মিলল বৃদ্ধের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
কমলাপুর রেলস্টেশনের পাশে মিলল বৃদ্ধের মরদেহ

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের গেটের পাশ থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর।

পুলিশের ধারণা, তিনি ভবঘুরে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় বাংলানিউজকে জানান, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির। কমলাপুর রেলস্টেশন এলাকাতেই থাকতেন। গত ৩-৪ দিন ধরে তাকে স্টেশনের ৬ নম্বর গেটের পাশে ফুটপাতে দেখা যাচ্ছিলো। পথচারীদের অনেকে তাকে খাবার কিনে দিতেন।  

তিনি জানান, দুপুরে তাকে ফুটপাতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই থানায় খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গে তার পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হবে। এরপরও যদি পরিচয় শনাক্ত না হয় তাহলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।