ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

নীলফামারী: টেকসই উন্নয়নে নির্মাণসামগ্রী ব্যবহার বিষয়ে সেমিনার সাসটেইনিবিলিটি অফ কনস্ট্রাকশন মেটারিয়ালস: বাংলাদেশ পার্সপেক্টিভ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকলোজিতে (বাউস্ট)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ড. এম এ ওয়াজেদ মিয়া মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল সানোয়ার উদ্দিন (অবসবপ্রাপ্ত)। বিশ্ববিদ্যালয় পুর কৌশল বিভাগের প্রধান (সিভিল) সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন।

সেখানে প্রতিপাদ্যের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনসহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক ড. মো. তারেক উদ্দিন।

প্রবন্ধে বাংলাদেশে আবহাওয়া উপযোগী টেকসই উন্নয়নে নির্মাণ সামগ্রীর ওপর গুরুত্ব আরোপ করা হয়। নানা অবকাঠামো নির্মাণ উপকরণ প্রাপ্তির বিষয়টিও সেখানে উঠে আসে। সেমিনারটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

প্রবন্ধ উপস্থাপনকারী সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারটি সঞ্চালন করেন শিক্ষার্থী নুসরাত জাহান রিয়া।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।