ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আগারগাঁওয়ে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
আগারগাঁওয়ে বাসে আগুন

ঢাকা: রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শীততাপ নিয়ন্ত্রিত বাসটি পুড়ে গেলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

জানা গেছে, আগারগাঁও সিগন্যালে বাস থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুলে আগুন দেখতে পান চালক ও সহকারী। এরপর তারা বাস থেকে নেমে যায়। চালক ও সহকারী ছাড়া তখন বাসে আর কেউ ছিলেন না। বাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার করা হতো।

বাংলাদেশ সময়:১১০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
পিএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।