ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, এক ব্যক্তিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, এক ব্যক্তিকে জরিমানা

বরিশাল: অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় বরিশালের আগৈলঝাড়ায় লিটন হালদার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিন।

জরিমানাপ্রাপ্ত লিটন উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের মৃত নিরাঞ্জন হালদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুইটি ড্রেজার মেশিন দিয়ে তার ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন লিটন। মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় লিটনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।  

অভিযানকালে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা ও ভূমি অফিসের পেশকার সোহেল আমিনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।