ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেরামতকালে ট্রাক উল্টে মালিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
মেরামতকালে ট্রাক উল্টে মালিকের মৃত্যু

সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় গমবোঝাই একটি ট্রাক মেরামতের সময় জ্যাক ফসকে উল্টে গিয়ে নিচে পড়ে নূর মোহাম্মদ (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকটির মালিক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার আগে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। রেকার দিয়ে বিকল হওয়া ট্রাকটি তোলার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত নুর মোহাম্মদ চাঁদপুরের জাঙ্গারচর পৌরসভার কোটারচর মহল্লার মৃত আব্দুল জলিল সরকারের ছেলে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গম বোঝাই ট্রাকটি গাইবান্ধা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে বিকল হয়ে যায়। চালক ও হেলপার স্থানীয় মিস্ত্রি ডেকে জ্যাক দিয়ে ট্রাকটি তুলে মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় ট্রাকের পাশে মালিক নূর মোহাম্মদও ছিলেন। এ অবস্থায় হঠাৎ জ্যাকটি ফসকে ট্রাকটি উল্টে পাশে পড়ে যায়। এসময় মিস্ত্রি ও চালক দৌড়ে প্রাণে বাঁচলেও ট্রাকের নিচে চাপা পড়েন নুর মোহাম্মাদ।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।