ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

সিলেট: কানাডায় দুর্বৃত্তদের হামলায় রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবক সিলেটের বটেশ্বর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও সাত বছরের কন্যা সন্তানসহ সেদেশে বসবাস করে আসছিলেন।

নিহত শরীফ রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল সম্পন্ন করেন তিনি।

এরপর কানাডায় পাড়ি দিয়ে ২০১৫ সালে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন শরীফ রহমান। টরন্টো থেকে ১৯০ কিলোমিটার দূরে ওয়েন সাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে ‘দ্যা কারি হাউজ’ নামে একটি রেস্তোরাঁ গড়ে তোলেন শরীফ।

জানা গেছে, গত ১৭ আগস্ট তিনজন ব্যক্তি তার রেস্তোরাঁয় খেতে আসেন। এসময় তারা শরীফের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় অন্টারিওর লন্ডন হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।