ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পিয়াইন নদীতে সাঁতারে নেমে পর্যটক নিখোঁজ, ৪ ঘণ্টা পর মিলল মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
পিয়াইন নদীতে সাঁতারে নেমে পর্যটক নিখোঁজ, ৪ ঘণ্টা পর মিলল মরদেহ

সিলেট: সিলেটের জাফলং জিরো পয়েন্টে পিয়াইন নদী থেকে রমিজ উদ্দিন (৫০) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫ টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মৃত রমিজ উদ্দিন মানিকগঞ্জ জেলা সদরের ধলাই গ্রামের মৃত বেন্দু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টা ১০মিনিটের দিকে সাঁতার কাটতে নদীতে নামেন রমিজ উদ্দিন। সাঁতার কেটে নদীর মাঝখানে গেলে হঠাৎ করে তিনি নিখোঁজ হন। প্রায় পৌনে ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।  

মৃতের সঙ্গী লুৎফুর রহমান বলেন, তারা ৫০ জনের একটি টিম মানিকগঞ্জ থেকে জাফলংয়ে বেড়াতে যান। দুপুরে তাদের ৩ জন সাঁতার কাটতে নামলে হঠাৎ করে রমিজ নিখোঁজ হন। খবর পেয়ে ট্যুরিস্ট ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের তলব করেন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করা হয়।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।