ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করলো কেবিসিসিআই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করলো কেবিসিসিআই

ঢাকা: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের লক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে কোরিয়া-বাংলাদেশ চেম্বারস অব কমার্স ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)।

সোমবার (২১ আগস্ট) কেবিসিসিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের চিত্রকর্মগুলো এ বছরের শেষ পর্যন্ত কোরিয়ান দূতাবাসে প্রদর্শিত হবে।  

চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেবিসিসিআই’র সভাপতি শাহাব উদ্দিন খান ও কোরিয়া কমিউনিটির সভাপতি ইয়ং ওহ ইউ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।