ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জন্মদিনের কেকে অতিরিক্ত ফ্লেবার দেওয়ায় জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
জন্মদিনের কেকে অতিরিক্ত ফ্লেবার দেওয়ায় জরিমানা 

নীলফামারী: নীলফামারীর ডোমারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারীর একটি অভিযানিক দল।  

বুধবার (৯ আগস্ট) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়।

 

এ সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আল আমিন রহমান ও ডোমার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।  

ডোমার উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আল আমিন রহমান বলেন, সোনারায় স্কুল বাজারের একটি হোটেলে নিষিদ্ধ শাল্টু ব্যবহার ও খোলা লবণ পাওয়ায় ২ হাজার টাকা এবং সোনারায় কনফেকশনারি ও মিষ্টান্ন ভাণ্ডারে আকবরিয়া জন্মদিনের কেকে অতিরিক্ত ফ্লেবার ও ক্ষতিকর রং থাকায় ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা দুই দোকান মালিক পরিশোধ করেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।