ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দোহারে মাছের পোনা ধরায় ৯ জেলের জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
দোহারে মাছের পোনা ধরায় ৯ জেলের জরিমানা

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মানদীতে রুই, কাতল, কালিবাউশ ও বোয়াল মাছের পোনা ধরায় নয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মাস্তাফিজুর রহমান এ জরিমানা করেন।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সকালে জেলেরা পদ্মানদী থেকে মাছের পোনা ধরে দোহারের বিভিন্ন বাজারে বিক্রির জন্য নিচ্ছিলেন। খবর পেয়ে নৌ পুলিশ অভিযান চালিয়ে একটি নৌকাসহ নয় জেলেকে আটক করে। এসময় নৌকাটিতে প্রায় ২০০ কেজি নানা জাতের মাছের পোনা পাওয়া যায়।  

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের নয়জনকে পাঁচ হাজার টাকা করে মোট জরিমানা করা হয়। আর জব্দ করা পোনাগুলো হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রমজান মোল্লা (২২), ইদ্রিস খালাসী (৫০),  শেখ সজিব (২২),  আনোয়ার (৩৬),  শাহ আলম (১৯),  মো. রাকিব হোসেন (২৬),  তসলিম মোল্লা (২৫), বাবু মোল্লা (২৪) এবং মান্নান ফকির (৪৪)।  

জানা যায়, জুলাই থেকে ডিসেম্বর এ ছয় মাস রুই, কাতল, কালিবাউশ, বোয়ালসহ দেশীয় জাতের মাছের পোনা ধরা সরকারিভাবে নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।