ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে স্বামীর মারধরে স্ত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
আড়াইহাজারে স্বামীর মারধরে স্ত্রীর আত্মহত্যা ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর মারধরের শিকার হয়ে রাশিদা বেগম (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

শনিবার (২৯ জুলাই) রাতের কোনো এক সময়ে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত  রাশেদা বেগম  উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মো. হাসমত মোল্লার স্ত্রী ও একই গ্রামের মো. আশরাফ বেপারীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। ঘটনার দিন স্বামী হাসমত স্ত্রীকে মারধর করে। এর জেরে ওই দিন রাতের যেকোনো সময় কেরির বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে গাউছিয়ার কোনো একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের লোকজন রাশিদা বেগমের মরদেহ বাড়িতে নিয়ে যায়। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ মধ্যরাতে মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায় ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।