ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ১৪ কংগ্রেসম্যানের চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ১৪ কংগ্রেসম্যানের চিঠি

ঢাকা: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকারের সহিংসতায় উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪ জন কংগ্রেসম্যান।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নিযুক্ত দূতের কাছে তারা এ চিঠি পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য বব গুড টুইটারে এ তথ্য জানিয়েছেন।

কংগ্রেস সদস্য বব গুড টুইটারে জানান, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য। ’

‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সরকারের পরিচালিত সহিংসতায় উদ্বেগ জানিয়ে আমিসহ আরও ১৩ কংগ্রেস সদস্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি পাঠিয়েছি। ’

উল্লেখ্য, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে এর আগে গত ২৫ মে আরও ৫ কংগ্রেসম্যানকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি পাঠিয়েছিলেন বব গুড।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
টিআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।