ঢাকা: সরকার দেশে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় খাদ্যদ্রব্য বিতরণ চালু রেখেছে। প্রথম পর্যায়ে জানুয়ারি মাসে ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলার মোট এক হাজার ৭৫২টি কেন্দ্রে চাল বিক্রি করা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলার মোট এক হাজার ৭৫২টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে। ওএমএস কর্মসূচির আওতায় একজন লোক সপ্তাহে ৩০ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবে। ইতোপূর্বে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। পূর্বের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে। নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে স্থাপিত হবে। প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের নির্দেশে চলতি বছরের আগস্ট থেকে তিন মাসের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ চলছে। খাদ্য মন্ত্রণালয় পরিচালিত ওএমএস কার্যক্রমের পাশাপাশি ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) পরিচালিত ওএমএস অব্যাহত থাকবে।
একই সময়ে, খাদ্যের মূল্য নিয়ন্ত্রণে সহায়তা করতে এবং নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার ওএমএস নীতি-২০১৫ এবং খাদ্য বান্ধব নীতি-২০১৭ সংশোধন করেছে।
প্রসঙ্গত, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি বছর পাঁচ মাসের জন্য গ্রামীণ এলাকার ৫০ লাখ পরিবারের প্রায় দুই কোটি ৫০ লাখ মানুষ ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন। কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ভোক্তাদের একটি ডাটাবেজ তৈরি করেছে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
জিসিজি/আরআইএস