ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
মাদারীপুরে গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

মাদারীপুর: মাদারীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- পান্নু মাদবর (৭৬) ও রাজিব (২২)।

উভয়ই সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার বাসিন্দা।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রায়হান সিদ্দিকী শামীম ও আবুল কাশেম খানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের দল জেলা শহরের খাগদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।  

এ সময় তাদের নিকট থাকা একটি প্লাস্টিকের বস্তার মধ্যে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৯ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে এনামুল দর্জি নামের আরেক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এনামুল দর্জি। এ সময় তার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালাউদ্দিন জানান, গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।