ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
টাঙ্গাইলে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরের পাহাড়ি এলাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ জুলাই) দিনগত রাতে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

 

হত্যাকাণ্ডের শিকার দুই ব্যবসায়ী হলেন- বাংলাবাজার বড় চওনা এলাকার আবুল হোসেনের ছেলে মো. শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৮)।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ছামাদ মিয়া জানান, শাহজালাল বাঘেরবাড়ি চৌরাস্তায় মনোহারী ব্যবসা আছে তাদের।  সেই দোকান থেকে রাত ১০টার পর তারা বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। তাদের কোনো শত্রু ছিল না। ধারণা করা হচ্ছে কোনো মাদকসেবীরা টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। শাহজালাল মনোহারী দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসাও করতেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।