ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে মারা গেছেন ২ কারাবন্দী 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ঢামেকে মারা গেছেন ২ কারাবন্দী 

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।  

তারা হলেন - সাবিদ হোসেন নান্টু (২৮) ও সবুজ (৬৫)।

বুধবার (১৯ জুলাই) সকাল ৭টায় সাবিদকে ও বেলা সাড়ে ১২টায় সবুজকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তারা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সকালে সাবিদকে ও দুপুরে সবুজকে হাসপাতালে নিয়ে আসে। তখন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সাবিদের বাবার নাম মৃত টিপু সুলতান। আর সবুজের বাবার নাম আব্দুস সোবহান। দুজনের মরদেহই মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।