ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুঁটিতে লেগুনার ধাক্কা, ভেতরে আটকে পড়া চালক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
খুঁটিতে লেগুনার ধাক্কা, ভেতরে আটকে পড়া চালক উদ্ধার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে লেগুনার। এ সময় লেগুনার সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে আটকে পড়েন চালক।

পরে আটকে পড়া চালককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের কালিরঘাট এলাকায় শাখা সড়কে এই দুর্ঘটনা ঘটে।  

আহত অবস্থায় উদ্ধার হওয়া লেগুনার চালক মো. কবিরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সকালে কালিরঘাট এলাকায় খালি লেগুনা চালিয়ে যাচ্ছিলেন চালক কবির। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে সামনে থেকে ধাক্কা লাগে। এতে লেগুনার সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ভেতরে চালক কবির আটকা পড়েন। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি মুঠোফোনে বিষয়টি আমাদের জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেতরে আটকে থাকা চালককে উদ্ধার করা হয়। পরে তাকে আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।