ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাকাতিয়ায় বালু উত্তোলনের সময় ড্রেজারসহ গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
ডাকাতিয়ায় বালু উত্তোলনের সময় ড্রেজারসহ গ্রেপ্তার ৪

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ ৪ জনকে আটক করে নৌপুলিশ। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে চাঁদপুর নৌথানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকার বালু ব্যবসায়ী আবুল কালাম পাঠান (কালু), ড্রেজার শ্রমিক মো. নুরুজ্জামান, সাকিল খান ও মিজান বেপারী।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  

তিনি বলেন, ড্রেজার দিয়ে মাটি কাটার সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা ড্রেজারটি নৌথানা হেফাজতে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।