ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের অদূরে সরকার পাড়া ও বাহিরবন এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, জিআরপি পুলিশে সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে রেল লাইন পার হতে গিয়ে ওই নারী দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।