ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালী-কলাপাড়া থানার ওসি রদবদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
পটুয়াখালী-কলাপাড়া থানার ওসি রদবদল

পটুয়াখালী: পটুয়াখালী সদর থানায় মো. জসিম ও কলাপাড়া থানায় মো. আলী আহম্মেদ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে কলাপাড়া থানার এবং বুধবার (৫ জুলাই) পটুয়াখালী সদর থানার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এছাড়া পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়েছে।

গত ৩ জুলাই পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাদের বদলি করা হয়।  

কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ এর আগে রাঙ্গাবালী থানার ওসি  হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বরগুনা সদর থানার ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম এর আগে দশমিনা ও কলাপাড়া থানার ওসি এবং পটুয়াখালী সদর থানায় ওসি (অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।