ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
লক্ষ্মীপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাট থেকে ১০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিন পাবেল (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (০১ জুলাই) রাত ১০টার দিকে মজুচৌধুরীর হাট কোস্টগার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক পাবেল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে।

কোস্টগার্ড ও পুলিশ জানায়, আটক ব্যক্তি জসিম নামের আরেক মাদক কারবারিকে সঙ্গে নিয়ে ১০ কেজি গাঁজাসহ জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মোটরসাইকেলে করে মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে আসেন। এমন তথ্য পেয়ে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে পাবেলকে গাঁজাসহ আটক করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জসিম পালিয়ে যান।

জব্দকৃত গাঁজাগুলো নৌপথে ভোলার দিকে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।  

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। তাতে পালিয়ে যাওয়া মাদক কারবারি জসিমকেও অভিযুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।