ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ত্যাগের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
ত্যাগের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা: ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ জুন) উদযাপিত হবে ঈদুল আজহা।

এ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভিডিও এবং অডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান৷

ঈদুল আজহার এ বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল আজহা বা কোরবানীর ঈদ আবারও আমাদের জীবনে ফিরে এসেছে এক বছর পর। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানীর ঈদ অর্থবহ হয়ে ওঠে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানবজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এসকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।