ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২৬ জনের ফাঁসির দড়ি টানা সেই জল্লাদ শাহজাহানের রাত পোহালেই মুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
২৬ জনের ফাঁসির দড়ি টানা সেই জল্লাদ শাহজাহানের রাত পোহালেই মুক্তি শাহজাহান

ঢাকা: দুটি মামলায় ৪২ বছরের সাজাপ্রাপ্ত আলোচিত সেই জল্লাদ শাহজাহান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। কারা কর্তৃপক্ষ জানান, দুটি মামলায় তার ৪২ বছর সাজা হয়েছিল।

ফাঁসির রায় কার্যকরের পাশাপাশি ভালো কাজ করার জন্য তার সাজা কারা আইন অনুযায়ী কমে যায়।

শনিবার (১৭ জুন) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

জল্লাদ শাহজাহানের দুটি মামলায় ৪২ বছর সাজা হয়েছিল। তিনি কারাগারে ভালো কাজের পাশাপাশি ফাঁসির রায় কার্যকরের জল্লাদ হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, কয়েদি জল্লাদ শাহজাহানের রেয়াত নিয়মে সাজা ভোগ শেষে রোববার (১৮ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করবেন। তার কয়েদি নম্বর-২৫৮৯/এ, শাহজাহান ভূঁইয়া, বাবা-মৃত হাছেন আলী, সাং- ইছাখালী, থানা-পলাশ, জেলা-নরসিংদী।  

মামলার তথ্য: স্পেশাল ট্রাইব্যুনাল ১৮/১৯৯২, মানিকগঞ্জ ০৩(১২)৯১, ধারা- অস্ত্র আইন ১৯(এ)।

সাজা: ১২ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা ৫০০০/- টাকা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড (সাজা কার্যকর ১৭_১২_১৯৯১)। অপর মামলা দায়রা ৪০/৯২, মানিকগঞ্জ ২(১২)৯১, ধারা-৩৯৬দ:বি।

 সাজা: যাবজ্জীবন সশ্রম (মানে ৩০ বছর), জরিমানা ৫০০০/ অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড।

তার সাজা মওকুফ (রেয়াত) ১০ বছর ০৫ মাস ২৮ দিন।

গত ১৭-১২-১৯৯১ তারিখে ১ নম্বর মামলায় গ্রেপ্তার হয়ে প্রথম মানিকগঞ্জ জেলা কারাগারে আসেন।  

কারাগারের তথ্য অনুযায়ী ২০০১ সাল থেকে এ পর্যন্ত তিনি ২৬ জনের ফাঁসি দিয়েছেন যার মধ্যে ৬ জন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ৪ জন যুদ্ধাপরাধী, ২ জন জেএমবি ও ১৪ জন অন্যান্য আলোচিত মামলার আসামি। তার পারিবারিক আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার জরিমানার ১০, হাজার টাকা কারাগার কর্তৃপক্ষ পরিশোধ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।  

তিনি আরও জানান, আশা করি আগামীকাল সকালেই জল্লাদ শাহজাহান মুক্তি পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৩

এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।