ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৩ সালের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ বছরও বাংলাদেশের অবস্থান টিয়ার-২ বা দ্বিতীয় স্তরে  রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওয়াশিংটন থেকে মানবপাচার পরিস্থিতির ওপর তৈরি করা প্রতিবেদনটি প্রকাশ করেন।

২০২২ সালের প্রতিবেদনেও বাংলাদেশের অবস্থান ছিল টিয়ার-২ বা দ্বিতীয় স্তরে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রতিবেদনের বিষয়ে বলেছেন, মানবপাচার নির্মূল করার জন্য বাংলাদেশ সরকার মানদণ্ড পূরণে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, মানবপাচার বন্ধে যুক্তরাষ্ট্র সরকার ও সুশীল সমাজ উভয়ের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে ১৮৮টি দেশের মানবপাচার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এটি ‘ট্রাফিকিং ইন পারসন্স’ (টিআইপি)’ রিপোর্ট হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
টিআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।