ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আলীকদমে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
আলীকদমে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী  নিহত প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানের আলীকদমে মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মো. শাকিল (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটিতে থাকা একজন।

 

বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁকড়া ঝিড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল মান্নান মেম্বারপাড়ার মো. কামাল হোসেনের ছেলে আর আহত মো. শরিফুল ইসলাম একই এলাকার মঞ্জুর আলমের ছেলে।  

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে রেফারপাড়ি যাওয়ার পথে আলীকদম থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় লাগে। এতে মোটরসাইকেলে থাকা ওই দুই আরোহীর মধ্যে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শরিফুল। তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন সরকার জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দসহ চালককে আটক করতে চেষ্টা চলছে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে নিহত শাকিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।