ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা চালকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা চালকের ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় লরির চাপায় আল-আমিন (২১) নামে এক অটোরিকশা চালকেরর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনাটি ঘটেছে।

বুধবার (১৪ জুন) এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পরে তার মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, আল-আমিন ব্যাটারির অটোরিকশা চালাতেন। রাতে ব্যাটারির অটোরিকশা চালিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা দিয়ে যাওয়ার সময় লরির চাপায় ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে রাতেই লরিটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুলাভাই মো. বাবু জানান, আলা-আমিনের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার রানীপুর গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ভাড়া থাকতেন এবং ভাড়ায় ব্যাটারির অটোরিকশা চালাতেন। রাতে সেই অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। পরে তারা জানতে পারেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আল-আমিন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুন: ১৪, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।