ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে বাসায় মিলল শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
বনানীতে বাসায় মিলল শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ

ঢাকা: ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানী থানা এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

পরে বৃহস্পতিবার রাতে মুমুর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ।

শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি বলেন, বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্পিতা কবির আত্মহত্যা করেছেন।  

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

২০২০ সালের জানুয়ারিতে স্ত্রী হারান শাহরিয়ার কবির। মায়ের মৃত্যুতে ইংল্যান্ড থেকে দেশে ফেরেন অর্পিতা শাহরিয়ার কবির। এরপর থেকে তিনি দেশেই বসবাস করছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।