ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কবরস্থানের গেটের ছাদ ভেঙে কলেজছাত্র নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ৪, ২০২৩
কবরস্থানের গেটের ছাদ ভেঙে কলেজছাত্র নিহত 

মেহেরপুর: কবরস্থানের গেটের ছাদ ভেঙে গায়ে পড়ে জয় আহমেদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  
নিহত জয় উপজেলার দেবীপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং গাংনী সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

 

শনিবার (৩ জুন) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  
বামন্দী ইউনিয়নের দেবিপুর গ্রামের মেম্বার হিরোক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে শনিবার (৩ জুন) সন্ধ্যায় কয়েক বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে দেবীপুর গোরস্থানের গেটের ছাদে ঝোলানো ঝুলনে ঝুল দিতে গেলে ছাদ ভেঙে তার বুকের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে ও পরে সেখান থেকে রাতেই কুষ্টিয়া মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
আজ রোববার সকাল ১০টার দিকে জয়ের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০৪, ২০২৩ 
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।