ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে বাস চাপায় পথচারী নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২৩
মাধবপুরে বাস চাপায় পথচারী নারীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বাসের চাপায় রুজিনা খাতুন (৩২) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ মে) দিনগত রাত ৯টায় উপজেলার কাওসারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসটি তাকে চাপা দেয়।

নিহত রুজিনা খাতুন কাওসারনগরের শাহীন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুজিনা খাতুন শুক্রবার (২৬ মে) দিনগত রাতে মহাসড়কের ফুটপাত ধরে হাঁটছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহটি হবিগঞ্জ নিয়ে আসা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূইয়া জানান, সদর মডেল থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।