ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
রাজধানীতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণখান কোটবাড়ি এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে থাকা একটি হাতি মারা গেছে।

বুধবার (১৭ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

রাজধানী বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর পৌনে ২টার দিকে দক্ষিণ খান কোটবাড়ি এলাকা দিয়ে এক ব্যক্তি হাতির ওপরে উঠে রেললাইন অতিক্রম করার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় হাতিটি ঘটনাস্থলেই মারা যায়।  

তিনি আরও জানান, প্রায় সময় ঢাকা শহরে হাতি দেখা যায়। তার ওপরে মানুষ চড়ে দোকান থেকে টাকা উত্তোলন করে থাকে। মাহুত দিয়ে পরিচালিত এমন একটি হাতি রেললাইনে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। হাতির মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। তার মালিককে খোঁজা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।