ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা: বিটিআরসিতে কন্ট্রোল রুম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: বিটিআরসিতে কন্ট্রোল রুম

ঢাকা: ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা ও টেলিযোগাযোগ সংক্রান্ত সেবার তথ্য জানাতে বিটিআরসিতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর: ০১৫৫২২০২৮৫৪ ও ০১৫৫২২০২৮৮৬।

শনিবার (১৩ মে) বিটিআরসির জনসংযোগ শাখা থেকে এতথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুম থেকে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সংক্রান্ত সেবা পাওয়া যাবে।

বিটিআরসি থেকে ইতোমধ্যে বিটিএসগুলোতে পর্যাপ্ত ব্যাকআপ, জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।