ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ডোবায় মিলল নৈশপ্রহরীর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মে ১২, ২০২৩
আড়াইহাজারে ডোবায় মিলল  নৈশপ্রহরীর লাশ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারের কালিবাড়ী বাজার এলাকার একটি ডোবা থেকে মকবুল হোসেন (৫০) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) লাশটি উদ্ধার করা হয়।

মকবুল উপজেলার ধন্দী গ্রামের তাইজুদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী রেনু বেগম বলেন, মকবুল তার শ্বশুরবাড়ি উপজেলার বড় বিনাইরচর গ্রামে সপরিবারে বসবাস করতেন এবং পার্শ্ববর্তী কালিবাড়ী বাজারের নৈশপ্রহরী পদে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তিনি ডিউটির কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর শুক্রবার সকালে রেনু বেগম লোক মারফত জানতে পারেন তার স্বামীর লাশ বাজারের পাশ্ববর্তী ডোবায় পড়ে আছে। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, ঘটনাটি হত্যা নাকি পানিতে ডুবে তিনি মারা গেছেন তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।