ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুর্ভোগ লাঘবে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ২৩ মে শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ৯, ২০২৩
দুর্ভোগ লাঘবে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ২৩ মে শুরু প্রতীকী ছবি

সিলেট: সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগ লাঘবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী ২৩ মে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসের ব্যবস্থাপক মনসুর আহমদ এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সিলেট থেকে সরাসরি ৭টি ফ্লাইট পরিচালিত হবে।

এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে ৬টি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট রয়েছে।

সিলেটের বিমান অফিস সূত্রে জানা যায়, গত বছর থেকে এবার সিলেটের হজযাত্রী দ্বিগুণ হওয়ার বিষয়টি মাথায় রেখে হজ ফ্লাইট সিলেট থেকে বাড়ানো হয়েছে।

সিলেট অঞ্চলের মোট ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহনে পরিচালিত হবে ৭টি ফ্লাইট।

আগামী ২৩ মে ছাড়াও অন্য ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- ৩ জুন সিলেট-মদিনা, ৬,১০,১৭,১৮ এবং ২০ জুন সিলেট—জেদ্দা।

এছাড়া শিডিউল ফ্লাইটেও সিলেট থেকে অনেক হজযাত্রী পরিবহন করা হবে বলে জানা গেছে।

অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেটের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান গণমাধ্যমকে বলেন, সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সুযোগ থাকা সত্ত্বেও এটি বাস্তবায়ন না হলে তা হতো দুঃখজনক।

তিনি সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে ৭টি সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এনইউ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।