ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গুলি করে ছাত্রলীগ নেতাকে হত্যা, প্রধান দুই আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মে ১, ২০২৩
গুলি করে ছাত্রলীগ নেতাকে হত্যা, প্রধান দুই আসামি আটক

ফরিদপুর: রাজবাড়ীতে গুলি করে ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলার প্রধান দুই আসামিকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

সোমবার (০১ মে) ভোরে রাজবাড়ী জেলা সদরের কাছুন্দি ও মাটিখোলা এলাকা থেকে ওই দুই আসামিকে আটক করা হয়।

আটকরা হলেন- রাজবাড়ী জেলা সদরের কাছুন্দি গ্রামের সামু মোল্লার ছেলে হালিম মোল্লা (৩০) ও একই জেলার মাটিখোলা নামক এলাকার মোহন মোল্লার ছেলে বক্কার মোল্লা (৩৫)।

ফরিদপুর র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই আসামিকে আটক করা হয়। আটকের পর তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ০১, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।