ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে প্রশিক্ষণ-উপকরণ পেল সিপিপি সদস্যরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
বাগেরহাটে প্রশিক্ষণ-উপকরণ পেল সিপিপি সদস্যরা

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কো-অর্ডিনেটর মো. হান্নান, সিপিপির সহকারি পরিচালক মো. আরাফাতুল ইসলাম, সাংবাদিক আলী আকবর টুটুল, রুপান্তরের প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন মীরু, কেয়ার বাংলাদেশের আসিফ আরাফত, সিপিপির টিম লিডার মাহবুবুর রহমান মিন্টু ফকিরসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

কেয়ার বাংলাদেশের সহযোগিতায় রুপান্তরের বাস্তবায়নে কমিউনিটি লিড ইনোভেশন ফর ক্লাইমেট রিস্ক মিটিগেশন ইন বাংলাদেশ (ক্লাইম্ব) প্রকল্পের অধীনে শরণখোলা উপজেলার রায়েন্দা ও সাউথাখালী ইউনিয়নের ৬০ জন সিপিপি সদস্য প্রশিক্ষণে অংশ নেন। এদিন সিপিপি সদস্য সদস্যদের মাঝে ২৭টি স্ট্রেচার, ৬০টি রেইনকোর্ট, ২৭টি টর্চ লাইট ও ২৭টি রেডিও বিতরণ করা হয়। রোববার (৩০ এপ্রিল) বিকেলে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।