ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলা নিজের জমির ধান কাটতে গিয়ে কালীপদ রায় (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে তার মৃত্য হয়েছে।

কালীপদ রায় উপজেলার দক্ষিণ বাটরা গ্রামের কুটিশ্বর রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীপদ রায় সকালে তার নিজের জমির পাকা ধান কাটতে যান। ধান কাটা অবস্থায় জমির মধ্যে
হঠাৎ পড়ে যান। এ সময় স্থানীয়রা কালীপদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীপদ রায়ের ভাই ঝন্টু রায় বলেন, প্রচণ্ড গরমের মধ্যে ধান কাটা অবস্থায় কালীপদ জমির মধ্যে হঠাৎ পড়ে যান। এরপরই তার মৃত্যু হয়। প্রচণ্ড গরমে এমনটা হতে পারে বলে দাবি করেন তিনি।  

তবে কৃষক কালীপদ রায়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার গাইন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।