ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নলকা সেতু পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
নলকা সেতু পার হতে গিয়ে ট্রাকচাপায়
প্রাণ গেল পথচারীর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রাকচাপায় নজরুল ইসলাম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উপজেলার আলোকদিয়া গ্রামের গঞ্জের  আলীর ছেলে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ এম বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে নজরুল হেঁটে নির্মাণাধীন নলকা সেতু পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।