ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
বাউফলে বজ্রপাতে জেলের মৃত্যু প্রতীকী ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে মতলেব ব্যাপারী (৬৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  

বুধবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

মতলেব ব্যাপারী ওই গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে মতলেব ব্যাপারী বাড়ির পাশে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় বজ্রপাতে দুলাল হাওলাদার নামের অপর এক ব্যক্তির একটি মহিষ মারা যায়।  

বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।