ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গলাকাটা শিশুর মৃত্যু, স্বীকারোক্তি দিল সৎ মামা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
গলাকাটা শিশুর মৃত্যু, স্বীকারোক্তি দিল সৎ মামা 

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু স্বপন মিয়ার (১০) মৃত্যু হয়েছে।
 
সোমবার (৩ এপ্রিল) ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।


 
নিহত স্বপন মিয়া চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকার কবির মিয়ার ছেলে।
 
এ ঘটনায় গ্রেফতার স্বপনের সৎ মামা শান্ত মিয়া (১৫) দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
 
পুলিশ জানায়, গত ২৭ মার্চ সকালে এলাকার একটি জঙ্গল থেকে স্বপনের গলাকাটা দেহ উদ্ধারের পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
ঘটনার দিনই শিশুটির নানা নূর আলী চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে বাদীর ছেলে অর্থাৎ ওই শিশুর সৎ মামা শান্তকে পুলিশ গ্রেফতার করে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।
 
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, এ মামলার একমাত্র আসামি কিশোর শান্ত। পাওনা টাকা ও পারিবারিক মনোমালিন্যের জেরে সে তার সৎ ভাগ্নের গলা কেটে দেয় বলে অদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।