ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে ক্ষুদ্র মৎস্যজীবীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
ব‌রিশালে ক্ষুদ্র মৎস্যজীবীদের মানববন্ধন

বরিশাল: জেলেদের খাদ্য সহায়তা বিতরণে অ‌নিয়ম ও মা‌ঝিদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদসহ বি‌ভিন্ন দাবিতে ব‌রিশালে মানববন্ধন ও বিক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে ক্ষুদ্র মৎস্যজীবী জে‌লেরা।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে স‌মি‌তির উদ্যোগে নগরীর অ‌শ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ক‌রে জেলেরা।

সংগঠনের জেলা ক‌মি‌টির সভাপ‌তি শাহজাহানের সভাপ‌তিত্বে মানববন্ধনে বক্তব‌্য দেন কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি ইসরাইল প‌ণ্ডিত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদারসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা ব‌রিশাল সদর উপ‌জেলার কালাবদর নদীতে নৌ-পু‌লিশ কর্তৃক জেলেদের নৌকা ও জাল আটকের প্রতিবাদ জানায়।

মানববন্ধন শেষে ব‌রিশাল নগরীতে বিক্ষোভ মি‌ছিল বের করে ক্ষুদ্র মৎস‌্যজীবীরা। মি‌ছিল‌টি নগরীর বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ করে পুনরায় অ‌শ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।