ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিল্লালের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিল্লালের

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লালকে (৩৪) আটক করেছে র‌্যাব-১২।

সোমবার (০৬ মার্চ) সন্ধ্যা ৬টায় জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল দৌলতপুর উপজেলার আতারপাড়া এলাকার শাহজান আলীর ছেলে। ২০১৭ সালের দায়ের করা মাদক মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল।

র‌্যাব-১২ এর কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন জানান, সোমবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দৌলতপুর থানার মামলা নং-৩৪, তারিখ-১৭ সেপ্টেম্বর ২০১৭, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৩(খ)/২৫, সেশন-১৩০৫/১৮ এর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লালকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।