ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে চেয়ারম্যানকে গুলির ঘটনায় মামলা, আসামি ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
শিবপুরে চেয়ারম্যানকে গুলির ঘটনায় মামলা, আসামি ৬

নরসিংদী: নরসিংদী শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ থেকে ১২ জন।

 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গুলিবিদ্ধ চেয়ারম্যানের ছেলে আমিনুর রশিদ খাঁন তাপস বাদী হয়ে শিবপুর মডেল থানায় এ মামলা করেন।
 
মামলার আসামিরা হলো, উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের আরিফ সরকার (৪০), পূর্ব সৈয়দপুর গ্রামের মহসিন মিয়া (৪২), পুটিয়া কামারগাঁও গ্রামের ইরান মোল্লা (৩০), মুনসেফেরচর গ্রামের শাকিল (৩৫), কামারগাঁও গ্রামের হুমায়ূন (৩২) ও ও নরসিংদী সদর উপজেলার ভেলানগরের ড্রাইভার নূর মোহাম্মদ (৪৮)।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা এলাকার একটি মসজিদের অনুদান নিতে এসেছেন জানিয়ে ফোন করে চেয়ারম্যানকে দরজা খুলতে বলেন। পরে তারা চেয়ারম্যানের বাসায় ঢুকেন। এ সময় চেয়ারম্যান তাদের বসতে বলে আপ্যায়নের জন্য বাসার ফ্রিজের দিকে ঘুরলে পেছন থেকে ৩ জন গুলি করেন। এতে চেয়ারম্যান পিঠে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে আসামিরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় আটক ৫ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগ। সোমবার বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালালসহ ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতারাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
 
মানব বন্ধন থেকে ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, হারুন অর রশিদ খান একজন বীর মুক্তিযোদ্ধা। তার ছায়াতলে হাজারো নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি করে। তার ওপর হামলা মানে আওয়ামী লীগের ওপর হামলা। অতিদ্রুত হামলার মদদদাতা, পরিকল্পনাকারীসহ সব দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।