ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
বাগেরহাটে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

বাগেরহাট: বাগেরহাটে বিদেশি পিস্তলসহ মো. নয়ন কাজী (৪০) নামের এক যুবককে আটকের দাবি করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মুক্ষাইট এলাকায় নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

আটক মো. নয়ন কাজী মুক্ষাইট এলাকার মো. আব্দুল মজিদ কাজীর ছেলে। তার নামে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন,  চুরি ও অস্ত্র মামলাসহ নয়টি মামলা রয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ নয়ন কাজীকে গ্রেফতার করা হয়েছে। তার নামে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।