ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় পুকুরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
বরগুনায় পুকুরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন

বরগুনা: বরগুনার আমতলী দক্ষিণ রাওঘা গ্রামের আ. গনি প্যাদার পুকুরে বিষ প্রয়োগ করে সাত লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের আব্দুল মজিদ প্যাদার পুত্র আ. গনি প্যাদার বাড়ির সামনের পুকুরে পূর্ব শত্রুতার জেরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। শুক্রবার সকাল থেকে পুকুরে মাছ মরতে শুরু করে। প্রথমে পুকুর মালিক গনি প্যাদা ভেবেছিল পানি নষ্ঠ বা অন্য কোনো সমস্যার কারণে মাছ মরে যাচ্ছে। পরবর্তিতে মৃত মাছের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সকলের সন্দেহ বাড়তে থাকে। বিকেলে এলাকার লোকজন এসে দেখেন পুকুরে বিষ দেওয়া হয়েছে।

পুকুর মালিক আ. গনি প্যাদা বলেন, আমার ওই পুকুরে পাচ প্রজাতির মাছ ছিল। বিষ দেওয়ার কারণে সব মাছ মরে গিয়ে ভেসে উঠেছে। আমার সাথে শত্রুতা করে এতোবড় সর্বনাশ কে করলো বুজতে পারতেছিনা। আমি এর বিচার চাই।
 
গনি প্যাদার জামাতা রিপন বলেন, পুকুরে বিষ প্রয়োগের ফলে মাছ মরে যাচ্ছে। এতে আমাদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক মুঠোফোনে বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি আমি জেনেছি। এরকম জঘণ্য কাজ যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।