ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন তারা

ঢাকা: রাজধানীতে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তাররা হলেন, মো. রুশান শেখ ও মো. ফয়সাল হাজারী।

তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, গোপন সাংবাদিকদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মাদক কারবারিরা ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসছিলেন। শনির আখড়া ফুটওভার ব্রিজে গাড়িটি তল্লাশি করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।