ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চোরাই মোটরসাইকেলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
চোরাই মোটরসাইকেলসহ আটক ১

ঢাকা: মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ ইমন শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সিরাজদিখান থানার ইছাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, আটক ইমন মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে সিরাজদিখানসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।

তার নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ