ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
ধলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ধলপুরের সিটিপল্লী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহ আলম টাঙ্গাইল উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর সিটিপল্লী এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন। তার বাবার নাম আব্দুল মান্নান।  

নিহতের ছোট বোন জামাই আলামিন বলেন, সিটি করপোরেশনের নির্দেশ মোতাবেক সিটিপল্লীতে বর্তমানে বসতবাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য সেখানে পুরাতন আবাসনগুলো ভেঙে সরানো হচ্ছে। আমরা নিজেরাই সে কাজ করছিলাম। আজ শাহ আলমসহ আমি একতলা ভবনের ছাদে উঠে রড সরানোর সময় সেটা গিয়ে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে দুজনই আহত হই। পরে শাহ আলমকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।