ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচন বিলম্বিত হলে দেশের অরাজকতা বৃদ্ধি পাবে: খুলনায় বকুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
নির্বাচন বিলম্বিত হলে দেশের অরাজকতা বৃদ্ধি পাবে: খুলনায় বকুল

খুলনা: বিগত ১৭ বছর গণতন্ত্র ভোটাধিকারের দাবিতে আমরা আন্দোলন করছি। আমরা চাই অন্তরবর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে। তা না হলে খুনি হাসিনার পেটোয়াবাহিনী যে চক্রান্ত শুরু করেছে তাতে বর্তমান সরকার আবারো ব্যর্থ হবেন। নির্বাচন বিলম্বিত হলে দেশের অরাজকতা বৃদ্ধি পাবে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল রোববার (১৯ জানুয়ারি) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় বকুল বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ছাত্রদের খেলার মাঠ থেকে তুলে নিয়ে হাতে মাদক তুলে দিয়েছিলো। কলম আর বইয়ের পরিবর্তে হাতে অস্ত্র দিয়েছিলো। বিএনপি মনে করে ছাত্রদের মাদক থেকে রক্ষা করতে হলে খেলার মাঠে নিয়ে যেতে হবে। সে লক্ষ্যে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ফুটবল প্রতিযোগিতা শুরু করেছে।

অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষনার দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতা বকুল আরো বলেন, বিএনপি দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে ১৭ বছর যে দাবিতে রাজপথে ছিলো নির্বাচনের তারিখ ঘোষনা না করলে আবারো দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, অ্যাডভোকেট মোমরেজুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯,২০২৫
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।