ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরুড়ায় বাসচাপায় ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
বরুড়ায় বাসচাপায় ২ শ্রমিক নিহত প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার মৌলভীবাজার এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

 

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে বরুড়া-লালমাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা অহিদুর রহমান (৪০) ও সাগর মিয়া (২৮)। আহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে হতাহতরা বরুড়া পৌরসভার চেয়ারম্যান পুল সংলগ্ন এলাকার একটি বেকারির শ্রমিক বলে জানা গেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেলে করে মৌলভীবাজারে রাতের খাবার খাওয়ার জন্য আসেন ওই তিনজন। খাবার খেয়ে তারা বেকারিতে ফিরছিলেন। পথে বাজারের ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সামনে এলে কুমিল্লা থেকে বরুড়াগামী বলাকা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত ও একজন আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়।

নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।